টার্মস অ্যান্ড কন্ডিশনস

সম্মানিত ক্রেতাবৃন্দ, এ্যাপেয়ার টেক সব সময় কাস্টমারদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এতদসত্বেও গ্রাহক সেবার মান উন্নত, সময়োপযোগী এবং দ্রুততর করার জন্যে কিছু নিয়ম কানুন মেনে কার্য পরিচালনা করতে হয়। সন্মানিত গ্রাহকগনের প্রতি বিশেষভাবে অনুরোধ Appear Tech থেকে সেবা কেনার পূর্বে নিন্ম উল্লেখিত নিয়মাবলি ভালোভাবে অনুসরণ করবেন। ধন্যবাদ।

Terms and Conditions | সম্মানিত গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য জানানো যাচ্ছে যে,
আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতিটি সার্ভিসের মূল্য ব্যাপক! কিন্তু ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কোম্পানি খুবই সীমিত মূল্য ও ডেলিভারি সময় নির্ধারণ করেছেন।

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের কোম্পানির প্রচার অত্যন্ত জরুরী তাই কোম্পানির প্রচারের লক্ষ্যে ও গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আকর্ষণীয় মূল্য নির্ধারণ করেছি। অতএব, মান সম্পন্ন সেবা প্রদানের লক্ষে আপনাদের কাছে অনুরোধ দামাদামি করবেন না। স্মার্ট বাংলাদেশ গরে তোলার লক্ষে যদি আপনার বাবসার উন্নয়নে নির্ধারিত অর্থ যথেষ্ট না হয় তবে, এ্যাপেয়ার টেক শুধুমাত্র ওয়েব ডিজাইন এর জন্য সেবা মূল্য কম করার জন্য যথেষ্ট চেষ্টা করবে ইনশা আল্লাহ।

অতএব নিম্নোক্ত বিষয়গুলি দেখার জন্য আহ্বান জানাচ্ছিঃ

অগ্রিম সার্ভিস মূল্য পরিশোধ:

প্রতিটি সার্ভিস গ্রহণের পূর্বে ৬০ – ৮০ শতাংশ অথবা কমপক্ষে সার্ভিসের অর্ধেক মূল্য পরিশোধ করিতে হইবে ( এসইও এর জন্য ফুল পেমেন্ট প্রযোজ্য ) অন্যথায় অর্ডার অগ্রহণযোগ্য বলে বিবেচিত হইবে! এবং  সার্ভিস সম্পন্ন হলে সকল লেনদেন যথা সময়ে সম্পন্ন করতে হবে ।

অর্ডার ডেলিভারি সময় অথবা তারিখ:

প্রতিটি সার্ভিস সুসম্পন্ন করার জন্য প্রয়োজনমতো সময় দিয়ে সাহায্য করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

বিভিন্ন সার্ভিস এর সম্ভাব্য ডেলিভারি সময়ঃ

*ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য ৫ থেকে ৭ কর্মদিবস (সর্বনিম্ন)।
*এইচটিএমএল ও সিএসএস ওয়েব ডিজাইন এর জন্য ১৪ থেকে ২১ কর্মদিবস (সর্বনিম্ন) ।
*বুটস্ট্রাপ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য ১৫ থেকে ২০ কর্মদিবস (সর্বনিম্ন) ।
*মাসিক এসইও এর জন্য সর্বনিম্ন ৩ মাস প্রোজোয্য।
*এককালীন এসইও এর জন্য সর্বনিম্ন ৫-৬ মাস প্রযোজ্য।

আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা তাই আমরা নির্ধারিত সময়ের পূর্বেই ডেলিভারি প্রদান করে থাকি। অনিবার্য কারণবশত অর্ডার ডেলিভারি সময়মতো করিতে না পারিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবে, এ্যাপেয়ার টেক আপনাদের কাজের প্রধান্ন দেয়ার জন্য সর্বচ্চ সচেষ্ট থাকবে।

*অর্ডার সম্পর্কিত যেকোন ডিসিশন নিতে কর্তৃপক্ষ শক্তিশালী ।

প্রতিটি সার্ভিসের জন্য ডেলিভারি তারিখ অর্ডার প্রদানের সময় নির্ধারণ করে দেয়া হবে, উক্ত ডেলিভারি গ্রহণের সময়ের পূর্বে অবশ্যই সম্পূর্ণ সার্ভিস মূল্য পরিশোধ করিতে হইবে। অন্যথায় অর্ডারটি ডেলিভারি অযোগ্য বলে বিবেচিত হবে। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং সক্রিয় লেনদেন যা স্মার্ট বাংলাদেশস্মার্ট কমিউনিকেশন গড়তে সাহায্য করবে।

ডেলিভারি গ্রহণের সময়:

কেহ কোন সার্ভিস ৩০ কর্মদিবস পর্যন্ত ডেলিভারি গ্রহণ করতে ব্যর্থ হলে উক্ত সার্ভিসটি বাতিল বলে গণ্য হবে। এবং ৩০ কর্মদিবস পরে নির্ধারিত জরিমানা প্রদান করে সার্ভিসটি গ্রহণ করা যাবে। এবং পরবর্তী ৬০ কর্মদিবস পরেও যদি অর্ডারটি গ্রহণ না করা হয় তাহলে পরবর্তীতে উক্ত সার্ভিসটি আর পাওয়া সম্ভব হবে না (আমাদের সিস্টেম থেকে মুছে ফেলা হবে)।

আপনি কি জা খুঁজছেন তা পাননি? দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব শিগ্রই আপনার প্রশ্নের উত্তর দিব। 

 


বিস্তারিত জানতে নিচের নম্বরে কল করুন

+88 018133 99667